শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৩৬৮
নফল আদায়কারীর পিছনে ফরজ আদায় করা
২৩৬৮। এর মধ্য থেকে উল্লেখ্যঃ ইব্ন মারযূক (রাহঃ)..... ইবরাহীম (রাহঃ) থেকে সেই ব্যক্তি সম্পর্কে বর্ণনা করেন, যে এক কাওমকে নিয়ে সালাত পড়ে, যা তার জন্য যুহ্র এবং তাদের জন্য আসর। তিনি বলেছেনঃ তারা পুনঃ সালাত পড়বে এবং সে (ইমাম) পুনঃ পড়বে না ।
2368 - فَمِنْ ذَلِكَ , مَا حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو عَاصِمٍ , عَنْ سُفْيَانَ , عَنْ مَنْصُورٍ , عَنْ إِبْرَاهِيمَ , فِي الرَّجُلِ يُصَلِّي بِقَوْمٍ هِيَ لَهُ الظُّهْرُ , وَلَهُمُ الْعَصْرُ. قَالَ: «يُعِيدُونَ , وَلَا يُعِيدُ»
