শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৩৬৭
নফল আদায়কারীর পিছনে ফরজ আদায় করা
২৩৬৭। ইব্ন আবু দাউদ (রাহঃ)….. তাউস (রাহঃ) এবং মুজাহিদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, কোন ইমাম যদি উযূ ব্যতীত সালাত পড়ায়, তবে তাদের উভয়ের মতে, সকলেই সালাত পুনঃ আদায় করবে।
ইমাম এবং মুকতাদীদের সালাত ভিন্ন হওয়ার ব্যাপারে পূর্ববর্তী আলিমদের এক জমাত থেকেও আমাদের এ মতের অনুকূলে হাদীস বর্ণিত আছে।
ইমাম এবং মুকতাদীদের সালাত ভিন্ন হওয়ার ব্যাপারে পূর্ববর্তী আলিমদের এক জমাত থেকেও আমাদের এ মতের অনুকূলে হাদীস বর্ণিত আছে।
2367 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا هُشَيْمٌ، عَنْ جَابِرٍ الْجُعْفِيِّ، عَنْ طَاوُسٍ، وَمُجَاهِدٍ: فِي إِمَامٍ صَلَّى بِقَوْمٍ وَهُوَ عَلَى غَيْرِ وُضُوءٍ , قَالَ: «يُعِيدُونَ الصَّلَاةَ جَمِيعًا» وَقَدْ رُوِيَ عَنْ جَمَاعَةٍ مِنَ الْمُتَقَدِّمِينَ مَا يُوَافِقُ مَا ذَهَبْنَا إِلَيْهِ فِي اخْتِلَافِ صَلَاةِ الْإِمَامِ وَالْمَأْمُومِينَ
