শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৩৭০
আন্তর্জাতিক নং: ২৩৭১
নফল আদায়কারীর পিছনে ফরজ আদায় করা
২৩৭০। ইব্‌ন মারযূক (রাহঃ).....সাঈদ ইব্‌ন আবী আরোবা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, হাসান বসরী (রাহঃ) ও ইব্‌ন সীরীন (রাহঃ) বলতেন যে, সে যুহয ও আসর উভয়টি পড়বে।
আবু মা’শার (রাহঃ) নাখঈ (রাহঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেনঃ যুহর ও আসর উভয়টি পড়বে।
2370 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ عَامِرٍ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، قَالَ: كَانَ الْحَسَنُ وَابْنُ سِيرِينَ يَقُولَانِ: «يُصَلِّيهِمَا جَمِيعًا»

2371 - قَالَ: وَحَدَّثَنَا أَبُو مَعْشَرٍ، عَنِ النَّخَعِيِّ، قَالَ: «يُصَلِّيهِمَا جَمِيعًا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৩৭০ | মুসলিম বাংলা