শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৩৬৩
নফল আদায়কারীর পিছনে ফরজ আদায় করা
২৩৬৩। মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ)... যুবায়দ ইবনে সালত (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন,
উমর (রাযিঃ) বলেছেনঃ 'আমার সন্দেহ হয় যে, আমার স্বপ্নদোষ হয়েছে এবং আমি বুঝতে পারছিলাম না, তাই গােসল ব্যতীত সালাত পড়ে নিয়েছি। তারপর তিনি বলেনঃ (কাপড়ের যে স্থানে নাপাকির চিহ্ন দেখেছি তা ধুয়ে ফেলেছি, আর যে স্থানে দেখিনি তাতে পানি ছিটিয়ে দিয়েছি। পরে তিনি দাঁড়িয়ে ধীরে-সুস্থে সালাত পুনঃ পড়েছেন, অপন সূর্য উপরে উঠে গিয়েছে।
উমর (রাযিঃ) বলেছেনঃ 'আমার সন্দেহ হয় যে, আমার স্বপ্নদোষ হয়েছে এবং আমি বুঝতে পারছিলাম না, তাই গােসল ব্যতীত সালাত পড়ে নিয়েছি। তারপর তিনি বলেনঃ (কাপড়ের যে স্থানে নাপাকির চিহ্ন দেখেছি তা ধুয়ে ফেলেছি, আর যে স্থানে দেখিনি তাতে পানি ছিটিয়ে দিয়েছি। পরে তিনি দাঁড়িয়ে ধীরে-সুস্থে সালাত পুনঃ পড়েছেন, অপন সূর্য উপরে উঠে গিয়েছে।
2363 - مَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ الْغُدَانِيُّ قَالَ: أنا زَائِدَةُ بْنُ قُدَامَةَ , عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ , عَنْ أَبِيهِ , عَنْ زُبَيْدِ بْنِ الصَّلْتِ , قَالَ: قَالَ عُمَرُ: «أُرَانِي قَدِ احْتَلَمْتُ وَمَا شَعَرْتُ , وَصَلَّيْتُ وَمَا اغْتَسَلْتُ» ثُمَّ قَالَ: «أَغْتَسِلُ مَا رَأَيْتُ وَأَنْضَحُ مَا لَمْ أَرَ» ثُمَّ أَقَامَ فَصَلَّى مُتَمَكِّنًا وَقَدِ ارْتَفَعَ الضُّحَى
