শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৩৬৪
নফল আদায়কারীর পিছনে ফরজ আদায় করা
২৩৬৪। ইউনুস (রাহঃ)... যুবায়দ ইবন সাত (ব)-থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার
উমর (রাযিঃ)-এর সাথে বের হলাম এবং লক্ষ্য করলাম তাঁর স্বপ্নদোষ হয়েছে। পরে তিনি সালাত পড়েছেন এবং গােসল করেননি। তিনি বলেনঃ আল্লাহর কসম, আমার সন্দেহ হয়েছে যে, স্বপ্নদোষ হয়েছে এবং আমি বুঝতে পারছিলাম না, তাই গােসল ব্যতীত সালাত পড়ে নিয়েছি। রাবী বলেনঃ তিনি গােসল করেছেন, কাপড়ের যেস্থানে নাপাকি দেখেছেন তা ধুয়েছেন এবং যে স্থানে দেখননি তাতে পানি ছিটিয়ে দিয়েছেন। পরে আযান ও ইকামত দিয়ে সূর্য উঁচু হওয়ার পর ধীরে-সুস্থে সালাত পুনঃ পড়েছেন।
বস্তুত এতে বুঝা গেল যে, উমর (রাযিঃ) নিশ্চিত রূপে জানতেন না যে, সালাতের পূর্বে তাঁর অপবিত্রতা ছিলাে। উমর (রাযিঃ) অবশ্যই জানতেন যে, ইমামের সালাত বিনষ্ট হওয়ার দ্বারা মুকতাদীর সালাত বিনষ্ট হয়ে যায়-এর উপর দলীলঃ
2364 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زُبَيْدِ بْنِ الصَّلْتِ، أَنَّهُ قَالَ: خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ فَنَظَرْنَا , فَإِذَا هُوَ قَدِ احْتَلَمَ , فَصَلَّى وَلَمْ يَغْتَسِلْ فَقَالَ: «وَاللهِ مَا أُرَانِي إِلَّا وَقَدِ احْتَلَمْتُ وَمَا شَعَرْتُ , وَصَلَّيْتُ وَمَا اغْتَسَلْتُ» . قَالَ: فَاغْتَسَلَ وَغَسَلَ مَا رَأَى فِي ثَوْبِهِ , وَنَضَحَ مَا لَمْ يَرَ , وَأَذَّنَ وَأَقَامَ الصَّلَاةَ , ثُمَّ صَلَّى , بَعْدَمَا ارْتَفَعَ الضُّحَى , مُتَمَكِّنًا فَدَلَّ هَذَا عَلَى أَنَّ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ , لَمْ يَكُنْ تَيَقَّنَ بِأَنَّ الْجَنَابَةَ كَانَتْ مِنْهُ قَبْلَ الصَّلَاةِ. وَالدَّلِيلُ عَلَى أَنَّ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ قَدْ كَانَ يَرَى أَنَّ صَلَاةَ الْمَأْمُومِ تَفْسُدُ بِفَسَادِ صَلَاةِ الْإِمَامِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৩৬৪ | মুসলিম বাংলা