শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৩৪০
ফজরের সালাত এক রাক'আত পড়ার পর যদি সূর্য উঠে যায়।
২৩৪০। ইবুন মারযূক (রাহঃ) ..... শুবা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি হাকাম (রাহঃ) ও হাম্মাদ (রাহঃ) কে ঐ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছি, যে সালাত থেকে (না পড়ে) ঘুমিয়ে থাকার পর এমন সময়ে জাগরিত হয়েছে, যখন সূর্যের কিছু অংশ উঠে গিয়েছে। তারা উভয়ে বলেছেনঃ (আলাে) (উচু) না হওয়া পর্যন্ত সে সালাত আদায় করবে না।
2340 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا شُعْبَةُ، قَالَ: سَأَلْتُ الْحَكَمَ وَحَمَّادًا , عَنِ الرَّجُلِ، يَنَامُ عَنِ الصَّلَاةِ، فَيَسْتَيْقِظُ , وَقَدْ طَلَعَ مِنَ الشَّمْسِ شَيْءٌ؟ قَالَا: لَا يُصَلِّي , حَتَّى تَنْبَسِطَ الشَّمْسُ "
