শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৩৪১
আন্তর্জাতিক নং: ২৩৪২
৫৯. রুগ্ন ব্যক্তির পিছনে সুস্থ ব্যক্তির সালাত।
২৩৪১-২৩৪২। আলী ইবন শাহবা (রাহঃ) ও ফাহাদ (রাহঃ) .. জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নিয়ে যুহরের সালাত আদায় করেছেন আর আবু বকর (রাযিঃ) তাঁর পিছনে
রয়েছেন। যখন রাসূলুল্লাহ (ﷺ) তাকবীর বললেন- আবু বকর (রাযিঃ)ও আমাদের শুনাবার জন্য তাকবীর বলেছেন। তিনি আমাদেরকে দাঁড়ানাে দেখে বললেন, তােমরা বস, বসার জন্য তাদের দিকে ইংগিত করেন। তিনি সালাত শেষ করে বললেন, তােমরা তাে তােমাদের এ কাজ প্রায় পারস্য ও রােম অধিবাসীদের ন্যায় করছ, যা তারা তাদের বড়দের জন্য করে দাঁড়িয়ে থাকে। তােমরা (প্রত্যেক বিষয়ে) তােমাদের ইমামদের অনুসরণ কর। যদি তারা দাঁড়িয়ে সালাত পড়ে, তােমরা দাঁড়িয়ে পড়। যদি তারা বসে সালাত পড়ে, তােমরাও
বসে পড়।
بَابُ صَلَاةِ الصَّحِيحِ خَلْفَ الْمَرِيضِ
2341 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا يَحْيَى بْنُ يَحْيَى ح

2342 - وَحَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ , قَالَا: ثنا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنُ حُمَيْدٍ الرُّؤَاسِيُّ , عَنْ أَبِيهِ , عَنْ أَبِي الزُّبَيْرِ , عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: " صَلَّى بِنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ , وَأَبُو بَكْرٍ خَلْفَهُ , فَإِذَا كَبَّرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ أَبُو بَكْرٍ لِيُسْمِعَنَا. فَبَصَرَ بِنَا قِيَامًا فَقَالَ: «اجْلِسُوا» أَوْمَى بِذَلِكَ إِلَيْهِمْ فَلَمَّا قَضَى الصَّلَاةَ قَالَ: «كِدْتُمْ أَنْ تَفْعَلُوا فِعْلَ فَارِسَ وَالرُّومِ بِعُظَمَائِهِمْ , ائْتَمُّوا بِأَئِمَّتِكُمْ , فَإِنْ صَلَّوْا قِيَامًا , فَصَلُّوا قِيَامًا , وَإِنْ صَلَّوْا جُلُوسًا , فَصَلُّوا جُلُوسًا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান