শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৩৩৮
ফজরের সালাত এক রাক'আত পড়ার পর যদি সূর্য উঠে যায়।
২৩৩৮। ইবুন মারযুক (রাহঃ).... জুবাইর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এক সফরে ছিলেন।
তিনি বললেন, কে রাতে আমাদেরকে প্রহরা দিবে- ভাের পর্যন্ত ঘুমাবে না। বিলাল (রাযিঃ) বললেন, আমি ।
তিনি সূর্যোদয়ের দিকে মুখ করে বসে গেলেন। তাঁদের কানে পর্দা দেয়া হলাে অর্থাৎ সকলেই ঘুমিয়ে
পড়লেন। অবশেষে তাদেরকে সূর্য তাপ জাগরিত করল । রাসূলুল্লাহ (ﷺ) উঠে ওযু করলেন এবং, লোকেরা ভয় করল। তারপর তারা অল্প সময় বসে থাকলেন। তারপর তারা ফজরের দু'রাকআত (সুন্নত) পড়লেন। পরে তারা ফজরের সালাত আদায় করলেন।
তিনি বললেন, কে রাতে আমাদেরকে প্রহরা দিবে- ভাের পর্যন্ত ঘুমাবে না। বিলাল (রাযিঃ) বললেন, আমি ।
তিনি সূর্যোদয়ের দিকে মুখ করে বসে গেলেন। তাঁদের কানে পর্দা দেয়া হলাে অর্থাৎ সকলেই ঘুমিয়ে
পড়লেন। অবশেষে তাদেরকে সূর্য তাপ জাগরিত করল । রাসূলুল্লাহ (ﷺ) উঠে ওযু করলেন এবং, লোকেরা ভয় করল। তারপর তারা অল্প সময় বসে থাকলেন। তারপর তারা ফজরের দু'রাকআত (সুন্নত) পড়লেন। পরে তারা ফজরের সালাত আদায় করলেন।
2338 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي سَفَرٍ , فَقَالَ: «مَنْ يَكْلَؤُنَا اللَّيْلَةَ , لَا يَنَامُ حَتَّى الصُّبْحِ» فَقَالَ بِلَالٌ رَضِيَ اللهُ عَنْهُ: أَنَا , فَاسْتَقْبَلَ مَطْلِعَ الشَّمْسِ فَضُرِبَ عَلَى آذَانِهِمْ , حَتَّى أَيْقَظَهُمْ حَرُّ الشَّمْسِ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَوَضَّأَ وَتَوَضَّئُوا، ثُمَّ قَعَدُوا هُنَيْهَةً , ثُمَّ صَلَّوُا رَكْعَتَيِ الْفَجْرِ , ثُمَّ صَلَّوُا الْفَجْرَ "
