শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৩৩১
আন্তর্জাতিক নং: ২৩৩৩
ফজরের সালাত এক রাক'আত পড়ার পর যদি সূর্য উঠে যায়।
২৩৩১-২৩৩৩। আলী ইবন মা'বাদ (রাহঃ) ......... ইমরান ইব্‌ন হুসাইন (ব্রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি এক সফরে ছিলেন। তিনি ফজরের সালাত (না পড়ে) ঘুমিয়ে রইলেন, এমন কি সূর্য উঠে যায়। তিনি আযানের হুকুম দিলে আযান দেয়া হলো। তারপর অপেক্ষা করলেন যাতে সূর্যের মধ্যে উত্তাপ চলে আসে। পরে ইকামতের নির্দেশ দিলে ইকামত হলো এবং তিনি ফজরের সালাত আদায় করলেন।

আবু বাকর (রাহঃ) , ইমরান ইব্‌ন হুসাইন (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, একবার
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে সফর করলেন এবং আমরা তার সাথে রাতের শেষ ভাগে অবতরণ করলাম। আমরা সূর্যের উত্তাপে জাগরিত হলাম। রাসূলুল্লাহ (ﷺ) এ যখন জাগরিত হলেন, লােকেরা বলল, ইয়া রাসূলাল্লাহ! আমাদের সালাত তাে ছুটে গেল। রাসূলুল্লাহ বললেন, তােমাদের সালাত ছুটে যায়নি। তােমরা এ স্থান ত্যাগ কর। তিনি সে স্থান ত্যাগ করে অনতিদূরে গিয়ে অবতরণ করলেন এবং সালাত আদায় করলেন।

আলী ইবনে মা'বদ(রাহঃ) ইমরান (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
2331 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، قَالَ: أنا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ فِي سَفَرٍ , فَنَامَ عَنْ صَلَاةِ الصُّبْحِ حَتَّى طَلَعَتِ الشَّمْسُ فَأَمَرَ فَأَذَّنَ , ثُمَّ انْتَظَرَ حَتَّى اشْتَعَلَتِ الشَّمْسُ , ثُمَّ أَمَرَ فَأَقَامَ , فَصَلَّى الصُّبْحَ "

2332 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا عَبَّادُ بْنُ مَيْسَرَةَ الْمِنْقَرِيُّ، قَالَ: سَمِعْتُ أَبَا رَجَاءٍ الْعُطَارِدِيَّ، قَالَ: ثنا عِمْرَانُ بْنُ حُصَيْنٍ، قَالَ: أَسْرَى بِنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَرَّسْنَا مَعَهُ , فَلَمْ نَسْتَيْقِظْ إِلَّا بِحَرِّ الشَّمْسِ , فَلَمَّا اسْتَيْقَظَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالُوا: يَا رَسُولَ اللهِ , ذَهَبَتْ صَلَاتُنَا فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمْ تَذْهَبْ صَلَاتُكُمْ , ارْتَحِلُوا مِنْ هَذَا الْمَكَانِ فَارْتَحَلَ قَرِيبًا , ثُمَّ نَزَلَ فَصَلَّى»

2333 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ , قَالَ: أنا عَوْفٌ , عَنْ أَبِي رَجَاءٍ , عَنْ عِمْرَانَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৩৩১ | মুসলিম বাংলা