শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৩২৪
আন্তর্জাতিক নং: ২৩২৫
নামাযের অধ্যায়
কাতারের পিছনে একা দাঁড়িয়ে সালাত পড়া প্রসঙ্গে।
২৩২৪-২৩২৫। ইউনুস (রাহঃ) আবু উমামা ইবুন সাহুল (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি
লােকদের রুকু অবস্থায় যায়দ ইবন সাবিত (রাযিঃ) কে মসজিদে প্রবেশ করতে দেখেছি। তিনি হেঁটে গিয়ে এরূপ স্থানে নিয়্যত বাধলেন, যে স্থান থেকে সহজে রুকূ অবস্থায় কাতারে শামিল হতে পারেন। তিনি তাকবীর বলে রুকূ করলেন তারপর রুকূ অবস্থায় হেঁটে কাতারের মধ্যে পৌঁছে গেলেন।

ইউনুস (রাহঃ).... ইব্‌ন শিহাব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে তিনি অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الصلاة
2324 - مَا حَدَّثَنَا يُونُسُ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ , قَالَ: «رَأَيْتُ زَيْدَ بْنَ ثَابِتٍ دَخَلَ الْمَسْجِدَ وَالنَّاسُ رُكُوعٌ , فَمَشَى حَتَّى إِذَا أَمْكَنَهُ أَنْ يَصِلَ إِلَى الصَّفِّ وَهُوَ رَاكِعٌ , كَبَّرَ فَرَكَعَ ثُمَّ دَبَّ وَهُوَ رَاكِعٌ حَتَّى وَصَلَ الصَّفَّ»

2325 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، وَابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ ابْنِ شِهَابٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৩২৪ | মুসলিম বাংলা