শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৩২৩
কাতারের পিছনে একা দাঁড়িয়ে সালাত পড়া প্রসঙ্গে।
২৩২৩। ফাহাদ (রাহঃ) ..... তারিক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা ইবন মাসউদ (রাযিঃ)-এর সাথে বসা ছিলাম। (এমন সময় তাঁর মুয়াযযিন এসে বলল, “কাদ কামাতিস সালাহ"। তিনি দাড়িয়ে গেলেন এবং আমরা দাঁড়িয়ে গেলাম। পরে তিনি মসজিদে প্রবেশ করে লােকদেরকে দেখলেন মসজিদের সম্মুখ ভাগে রুকূরত অবস্থায় রয়েছে। তিনি তাকবীর বলে রুকূ করলেন এবং হেঁটে (কাতারে) চলে গেলেন, তিনি যা করেছেন আমরাও তা করেছি।
এতে যদি কোন প্রশ্নকারী প্রশ্ন উত্থাপন করে যে, আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) অবশ্যই এমনটি করেছেন, যেহেতু তিনি এবং তাঁর সাথীরা মিলেই কাতার হয়ে গিয়েছিলেন। (অতএব একাকিত্ব প্রমাণিত হলাে না।) উত্তরে তাকে বলা হবে যে, এ বিষয়ে অবশ্যই যায়স ইব্‌ন সাবিত (রাযিঃ) থেকে বর্ণিত আছে। ( এবং তার সঙ্গে অন্য কেউ ছিল না)
2323 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ , قَالَ: ثنا بَشِيرُ بْنُ سُلَيْمَانَ , قَالَ: حَدَّثَنِي سَيَّارٌ أَبُو الْحَكَمِ , عَنْ طَارِقٍ , قَالَ: " كُنَّا مَعَ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُمَا جُلُوسًا فَجَاءَ آذِنُهُ فَقَالَ: قَدْ قَامَتِ الصَّلَاةُ , فَقَامَ وَقُمْنَا فَدَخَلَ الْمَسْجِدَ , فَرَأَى النَّاسَ رُكُوعًا فِي مُقَدَّمِ الْمَسْجِدِ , فَكَبَّرَ فَرَكَعَ وَمَشَى , وَفَعَلْنَا مِثْلَ مَا فَعَلَ " فَإِنِ اعْتَلَّ فِي هَذَا مُعْتَلٌّ بِأَنَّ عَبْدَ اللهِ إِنَّمَا فَعَلَ ذَلِكَ , لِأَنَّهُ صَارَ هُوَ وَأَصْحَابُهُ صَفًّا قِيلَ لَهُ: فَقَدْ رُوِيَ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ فِي ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান