শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৩২২
কাতারের পিছনে একা দাঁড়িয়ে সালাত পড়া প্রসঙ্গে।
২৩২২। এগুলাে থেকে কিছু বর্ণনা নিম্নরূপঃ
মুহাম্মাদ ইবন আমর ইবন ইউনুস (রাহঃ) যায়দ ইবন ওয়াহব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি
বলেছেন, আমি এবং ইবুন মাসউদ (রাযিঃ) মসজিদে প্রবেশ করে ইমামকে আমরা রুকু অবস্থায় পেলাম এবং আমরা রুকু করলাম। তারপর আমরা হেঁটে গিয়ে কাতারে শামিল হলাম। ইমাম সালাত শেষ করার পর আমি (অবশিষ্ট সালাত) আদায় করার জন্য দাঁড়ালাম। এতে আব্দুল্লাহ (রাযিঃ) বললেন, আমি তাে সালাত (পুরাে) পেয়েছি।
মুহাম্মাদ ইবন আমর ইবন ইউনুস (রাহঃ) যায়দ ইবন ওয়াহব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি
বলেছেন, আমি এবং ইবুন মাসউদ (রাযিঃ) মসজিদে প্রবেশ করে ইমামকে আমরা রুকু অবস্থায় পেলাম এবং আমরা রুকু করলাম। তারপর আমরা হেঁটে গিয়ে কাতারে শামিল হলাম। ইমাম সালাত শেষ করার পর আমি (অবশিষ্ট সালাত) আদায় করার জন্য দাঁড়ালাম। এতে আব্দুল্লাহ (রাযিঃ) বললেন, আমি তাে সালাত (পুরাে) পেয়েছি।
2322 - فَمِنْ ذَلِكَ مَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ يُونُسَ , قَالَ: ثنا يَحْيَى بْنُ عِيسَى عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ , عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ , قَالَ: دَخَلْتُ الْمَسْجِدَ أَنَا وَابْنُ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُمَا , فَأَدْرَكْنَا الْإِمَامَ وَهُوَ رَاكِعٌ , فَرَكَعْنَا ثُمَّ مَشَيْنَا حَتَّى اسْتَوَيْنَا بِالصَّفِّ. فَلَمَّا قَضَى الْإِمَامُ الصَّلَاةَ , قُمْتُ لِأَقْضِيَ , فَقَالَ عَبْدُ اللهِ: «قَدْ أَدْرَكْتَ الصَّلَاةَ»
