শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২২৯৯
কা‘বার অভ্যন্তরে সালাত আদায় করা।
২২৯৯। ইউনুস (রাহঃ)... মনসুর জননী সফিয়া বিন্ত শায়বা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ
আমাকে বনু সুলায়ম গােত্রের জনৈকা মহিলা সংবাদ দিয়েছেন, যিনি আমাদের ঘরের প্রায় সকলকে প্রসবের সময় সাহায্য করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) উসমান ইব্ন তালহা (রাযিঃ)-এর নিকট লােক পাঠিয়ে বললেনঃ আমি যখন বায়তুল্লায় প্রবেশ করি তখন তাতে ভেড়ার দুটি শিং দেখেছি। তােমাকে উক্ত শিং দু'টি সরিয়ে ফেলার আদেশ দিতে আমি ভুলে গিয়েছিলাম। যেহেতু বায়তুল্লায় এরূপ বস্তু থাকা উচিত নয়, যা সালাত আদায়কারীর মনােযােগ নষ্ট করে দেয়।
আমাকে বনু সুলায়ম গােত্রের জনৈকা মহিলা সংবাদ দিয়েছেন, যিনি আমাদের ঘরের প্রায় সকলকে প্রসবের সময় সাহায্য করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) উসমান ইব্ন তালহা (রাযিঃ)-এর নিকট লােক পাঠিয়ে বললেনঃ আমি যখন বায়তুল্লায় প্রবেশ করি তখন তাতে ভেড়ার দুটি শিং দেখেছি। তােমাকে উক্ত শিং দু'টি সরিয়ে ফেলার আদেশ দিতে আমি ভুলে গিয়েছিলাম। যেহেতু বায়তুল্লায় এরূপ বস্তু থাকা উচিত নয়, যা সালাত আদায়কারীর মনােযােগ নষ্ট করে দেয়।
2299 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ مَنْصُورِ بْنِ صَفِيَّةَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ أُمِّ مَنْصُورٍ، قَالَتْ: أَخْبَرَتْنِي امْرَأَةٌ، مِنْ بَنِي سُلَيْمٍ , وَلَدَتْ عَامَّةَ أَهْلِ دَارِنَا , قَالَتْ:: أَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عُثْمَانَ بْنِ طَلْحَةَ فَقَالَ: «إِنِّي كُنْتُ رَأَيْتُ قَرْنَيِ الْكَبْشِ , حِينَ دَخَلْتُ الْبَيْتَ , فَنَسِيتُ أَنْ آمُرَكَ أَنْ تُجْمِرَهُمَا، فَإِنَّهُ لَا يَنْبَغِي أَنْ يَكُونَ فِي الْبَيْتِ شَيْءٌ يَشْغَلُ مُصَلِّيًا»
