শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২২৯১
কা‘বার অভ্যন্তরে সালাত আদায় করা।
২২৯১। ফাহাদ (রাহঃ)...সিমাক হানাফী (রাহঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাযিঃ)-কে
বলতে শুনেছি যে, বায়তুল্লার কোন অংশকে তোমার পিছনে কল্পনা এবং পূর্ণ কা'বাকে সামনে নিয়ে সালাত পড়। আর ইব্‌ন উমর (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ (ﷺ) কা'বার ভিতরে সালাত পড়েছেন।
এ বিষয়ে ইবন উমর (রাযিঃ) ব্যতীত অপরাপর সাহাবীগণের সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অবশ্যই অনুরূপ হাদীস বর্ণিত আছে, যেরূপ উসামা (রাযিঃ) এবং বিলাল (রাযিঃ) থেকে ইবন উমর (রাযিঃ) রিওয়ায়াত করেছেন। সেগুলাে নিম্নরূপঃ
2291 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا مِسْعَرٌ، عَنْ سِمَاكٍ الْحَنَفِيِّ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا يَقُولُ: " لَا تَجْعَلْ شَيْئًا مِنَ الْبَيْتِ خَلْفَكَ , وَأَتِمَّ بِهِ جَمِيعًا وَسَمِعْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ: «صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ» وَقَدْ رُوِيَ عَنْ غَيْرِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ فِي ذَلِكَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلُ مَا رَوَى ابْنُ عُمَرَ عَنْ أُسَامَةَ وَبِلَالٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান