শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২২৯০
কা‘বার অভ্যন্তরে সালাত আদায় করা।
২২৯০। ইবনে মারযুক (রাহঃ)..সিমাক হানাফী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইবনে উমর (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, রাসুলুল্লাহ (ﷺ) বাইতুল্লাহর অভ্যন্তরে সালাত আদায় করেছেন। অতিসত্বর এরূপ ব্যক্তি তোমার নিকট আসবেন, যিনি (ইবনে আব্বাস) তোমাকে (তা থেকে) নিষেধ করবেন। বাস্তবিকই ইবনে আব্বাস (রাযিঃ)-এর বক্তব্য তিনি শুনেছেন।
2290 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ هُوَ ابْنُ جَرِيرٍ قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ الْحَنَفِيِّ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ: «صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْبَيْتِ , وَسَيَأْتِيكَ مَنْ يَنْهَاكَ» فَسَمِعَ قَوْلَهُ: يَعْنِي ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا
