শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২২৮৯
কা‘বার অভ্যন্তরে সালাত আদায় করা।
২২৮৯। মুহাম্মাদ ইবনে খুযায়মা (রাহঃ), ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি তাকে
বায়তুল্লায় প্রবেশ করতে দেখেছি। যখন তিনি দুই খুঁটির মধ্যবর্তী স্থানে গেলেন তখন দেয়ালের সংলগ্ন স্থানে গিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। আমি গিয়ে তাঁর পাশে দাঁড়ালাম। তিনি চার রাক'আত সালাত পড়লেন। আমি বললাম, বল, রাসূলুল্লাহ (ﷺ) বায়তুল্লার কোন স্থানে সালাত পড়েছেন? তিনি বললেন, এ স্থানে। উসামা (রাযিঃ) আমাকে সংবাদ দিয়েছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে সালাত পড়তে দেখেছেন। বস্তুত এ উসামা ইবন যায়দ (রাযিঃ) থেকে আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) রিওয়ায়াত করেছেন যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বায়তুল্লায় সালাত পড়তে দেখেছেন। ইবনে উমর (রাযিঃ) এবং ইবনে আব্বাস (রাযিঃ) উভয়ে এ বিষয়ে উসামা (রাযিঃ) থেকে যে রিওয়ায়াত করেছেন এতে পরস্পরের বিরােধিতা করেছেন। আর ইবন উমর (রাযিঃ) বিলাল (রাযিঃ) থেকেও অনুরূপ রিওয়ায়াত করেছেন, যা তিনি উসামা (রাযিঃ) থেকে করেছেন। অতএব উসামা (রাযিঃ) থেকে বর্ণিত রিওয়ায়াতসমূহ পারস্পরিক সাংঘর্ষিক হওয়ার কারণে অনির্ভরযােগ্য গণ্য হওয়া বাঞ্ছনীয়। বিলাল (রাযিঃ) থেকে বর্ণিত রিওয়ায়াত গ্রহণযােগ্য হবে। যেহেতু এ বিষয়ে তার থেকে বর্ণিত রিওয়ায়াত বিরােধপূর্ণ নয়। আর অবশ্যই ইবন উমর (রাযিঃ) থেকে সাধারণভাবেও বর্ণিত আছে যে, তিনি রাসুল (ﷺ) কা'বা ঘরের ভিতরে সালাত পড়েছেন।
বায়তুল্লায় প্রবেশ করতে দেখেছি। যখন তিনি দুই খুঁটির মধ্যবর্তী স্থানে গেলেন তখন দেয়ালের সংলগ্ন স্থানে গিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। আমি গিয়ে তাঁর পাশে দাঁড়ালাম। তিনি চার রাক'আত সালাত পড়লেন। আমি বললাম, বল, রাসূলুল্লাহ (ﷺ) বায়তুল্লার কোন স্থানে সালাত পড়েছেন? তিনি বললেন, এ স্থানে। উসামা (রাযিঃ) আমাকে সংবাদ দিয়েছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে সালাত পড়তে দেখেছেন। বস্তুত এ উসামা ইবন যায়দ (রাযিঃ) থেকে আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) রিওয়ায়াত করেছেন যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বায়তুল্লায় সালাত পড়তে দেখেছেন। ইবনে উমর (রাযিঃ) এবং ইবনে আব্বাস (রাযিঃ) উভয়ে এ বিষয়ে উসামা (রাযিঃ) থেকে যে রিওয়ায়াত করেছেন এতে পরস্পরের বিরােধিতা করেছেন। আর ইবন উমর (রাযিঃ) বিলাল (রাযিঃ) থেকেও অনুরূপ রিওয়ায়াত করেছেন, যা তিনি উসামা (রাযিঃ) থেকে করেছেন। অতএব উসামা (রাযিঃ) থেকে বর্ণিত রিওয়ায়াতসমূহ পারস্পরিক সাংঘর্ষিক হওয়ার কারণে অনির্ভরযােগ্য গণ্য হওয়া বাঞ্ছনীয়। বিলাল (রাযিঃ) থেকে বর্ণিত রিওয়ায়াত গ্রহণযােগ্য হবে। যেহেতু এ বিষয়ে তার থেকে বর্ণিত রিওয়ায়াত বিরােধপূর্ণ নয়। আর অবশ্যই ইবন উমর (রাযিঃ) থেকে সাধারণভাবেও বর্ণিত আছে যে, তিনি রাসুল (ﷺ) কা'বা ঘরের ভিতরে সালাত পড়েছেন।
2289 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا أَحْمَدُ بْنُ إِشْكَابَ، قَالَ: ثنا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي الشَّعْثَاءِ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: " رَأَيْتُهُ دَخَلَ الْبَيْتَ , حَتَّى إِذَا كَانَ بَيْنَ السَّارِيَتَيْنِ , مَضَى حَتَّى لَزِقَ بِالْحَائِطِ , فَقَامَ يُصَلِّي , فَجِئْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ , فَصَلَّى أَرْبَعًا , فَقُلْتُ: أَخْبِرْنِي أَيْنَ صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْبَيْتِ فَقَالَ: هَاهُنَا أَخْبَرَنِي أُسَامَةُ أَنَّهُ رَأَى رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى «فَهَذَا أُسَامَةُ بْنُ زَيْدٍ , قَدْ رَوَى عَنْهُ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي الْبَيْتِ. فَقَدِ اخْتَلَفَ هُوَ وَابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فِيمَا رَوَيَا عَنْ أُسَامَةَ مِنْ ذَلِكَ , وَرَوَى ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ أَيْضًا عَنْ بِلَالٍ مِثْلَ مَا رُوِيَ عَنْ أُسَامَةَ. فَكَانَ يَنْبَغِي لَمَّا تَضَادَّتِ الرِّوَايَاتُ عَنْ أُسَامَةَ , وَتَكَافَأَتْ , أَنْ تَرْتَفِعَ وَيَثْبُتَ مَا رُوِيَ عَنْ بِلَالٍ , إِذْ كَانَ لَمْ يَخْتَلِفْ عَنْهُ فِي ذَلِكَ. وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا مُطْلَقًا ,» أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي الْكَعْبَةِ "
