শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২২৮৮
কা‘বার অভ্যন্তরে সালাত আদায় করা।
২২৮৮। হুসাইন ইবনে নসর (রাহঃ),.. আলা ইব্ন আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন,
আমি আমার পিতার সাথে ছিলাম। আমরা আব্দুল্লাহ ইব্ন উমর (রাযিঃ)-এর সাথে সাক্ষাত করলাম। আমার পিতা তাকে জিজ্ঞাসা করছিলেন এবং আমি শুনছিলাম যে, রাসূলুল্লাহ যখন বায়তুল্লায় প্রবেশ করেন তখন তিনি কোথায় সালাত আদায় করেন ? ইব্ন উমর (রাযিঃ) বলেন, রাসূমুল্লাহ্ (ﷺ) আল উসামা ইন যায়দ (রাযিঃ) এবং বিলাল (রাযিঃ)-এর মধ্যবর্তী থেকে (বাইতুল্লায়) প্রবেশ করেন। তাঁরা উভয়ের যখন বের হলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে, রাসূলুল্লাহ (ﷺ) কোথায় সালাত পড়েছেন ? তারা বললেন, এর সম্মুখ ভাগে।
আমি আমার পিতার সাথে ছিলাম। আমরা আব্দুল্লাহ ইব্ন উমর (রাযিঃ)-এর সাথে সাক্ষাত করলাম। আমার পিতা তাকে জিজ্ঞাসা করছিলেন এবং আমি শুনছিলাম যে, রাসূলুল্লাহ যখন বায়তুল্লায় প্রবেশ করেন তখন তিনি কোথায় সালাত আদায় করেন ? ইব্ন উমর (রাযিঃ) বলেন, রাসূমুল্লাহ্ (ﷺ) আল উসামা ইন যায়দ (রাযিঃ) এবং বিলাল (রাযিঃ)-এর মধ্যবর্তী থেকে (বাইতুল্লায়) প্রবেশ করেন। তাঁরা উভয়ের যখন বের হলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে, রাসূলুল্লাহ (ﷺ) কোথায় সালাত পড়েছেন ? তারা বললেন, এর সম্মুখ ভাগে।
2288 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي الْعَلَاءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: كُنْتُ مَعَ أَبِي , فَلَقِينَا عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا فَسَأَلَهُ أَبِي , وَأَنَا أَسْمَعُ: أَيْنَ صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ دَخَلَ الْبَيْتَ؟ فَقَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أُسَامَةَ بْنِ زَيْدٍ , وَبِلَالٍ , فَلَمَّا خَرَجَ سَأَلْتُهُمَا: أَيْنَ صَلَّى؟ يَعْنِي رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَا: «عَلَى جِهَتِهِ»
