শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২২৯২
কা‘বার অভ্যন্তরে সালাত আদায় করা।
২২৯২। রবীউল জীযী (রাহঃ) ......... আবু সফওয়ান (রাযিঃ) অথবা আব্দুল্লাহ্ ইবন সফওয়ান (রাহঃ) থেকে বর্ণনা
করেন যে, তিনি বলেছেনঃ মক্কা বিজয়ের দিন আমি শুনতে পেলাম যে, রাসূলুল্লাহ (ﷺ) আগমণ করেছেন। আমি আমার কাপড়গুলো গুছাতে লাগলাম (তার সাথে কাবা ঘরে প্রবেশের জন্য)কিন্তু তাকে আমি এমন সময় পেলাম, যখন কা'বা ঘর থেকে তিনি বের হয়ে পড়েছেন। (পরবর্তীতে আমিও প্রবেশ করেছি) আমি বললাম, রাসূলুল্লাহ্ (ﷺ) কা'বা ঘরের কোন স্থানে সালাত আদায় করেছেন? তাঁরা বললেন, তােমার সম্মুখে। আমি বললাম, কত রাক'আত পড়েছেন। তাঁরা বলেন, দু'রাক'আত।
করেন যে, তিনি বলেছেনঃ মক্কা বিজয়ের দিন আমি শুনতে পেলাম যে, রাসূলুল্লাহ (ﷺ) আগমণ করেছেন। আমি আমার কাপড়গুলো গুছাতে লাগলাম (তার সাথে কাবা ঘরে প্রবেশের জন্য)কিন্তু তাকে আমি এমন সময় পেলাম, যখন কা'বা ঘর থেকে তিনি বের হয়ে পড়েছেন। (পরবর্তীতে আমিও প্রবেশ করেছি) আমি বললাম, রাসূলুল্লাহ্ (ﷺ) কা'বা ঘরের কোন স্থানে সালাত আদায় করেছেন? তাঁরা বললেন, তােমার সম্মুখে। আমি বললাম, কত রাক'আত পড়েছেন। তাঁরা বলেন, দু'রাক'আত।
2292 - فَمِنْ ذَلِكَ , مَا حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ الزُّبَيْرِ الْحُمَيْدِيُّ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ فُضَيْلِ بْنِ غَزْوَانَ , عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ , عَنْ مُجَاهِدٍ , عَنْ أَبِي صَفْوَانَ أَوْ عَبْدِ اللهِ بْنِ صَفْوَانَ , قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْفَتْحِ , قَدْ قَدِمَ , فَجَمَعْتُ عَلَيَّ ثِيَابِي , فَوَجَدْتُهُ قَدْ خَرَجَ مِنَ الْبَيْتِ فَقُلْتُ: " أَيْنَ صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْبَيْتِ. فَقَالُوا: تُجَاهَكَ أَيْ وِجَاهَكَ قُلْتُ: كَمْ صَلَّى؟ قَالُوا: رَكْعَتَيْنِ "
