শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২২৮২
আন্তর্জাতিক নং: ২২৮৫
কা‘বার অভ্যন্তরে সালাত আদায় করা।
২২৮২-২২৮৫। ইউনুস (রাহঃ)... আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) উসামা
ইবনে যায়দ (রাযিঃ), বিলাল (রাযিঃ) ও উসমান ইবন তালহা আল-হাজাবী (রাযিঃ) কাবা ঘরে প্রবেশ করে তা বন্ধ করে দেন এবং তিনি এতে কিছুক্ষণ অবস্থান করেন। ইব্‌ন উমর (রাযিঃ) বলেনঃ আমি বিলাল (রাযিঃ) কে বের হওয়ার পর বললাম, রাসুলুল্লাহ (ﷺ) কি করেছেন? তিনি বললেনঃ তিনি একটি খুঁটিকে তাঁর বাম দিকে এবং দু'টি খুঁটিকে তার ডান দিকে আর তিনটি খুঁটিকে তার পিছনে রেখে সালাত আদায় করেছেন। তখন কা'বা ঘর ছয় খুঁটির উপর প্রতিষ্ঠিত ছিলাে। তিনি তাঁর এবং কিবলার দেয়ালের মাঝখানে তিন হাত (পরিমাণ) ফাঁক
রেখে ছিলেন।

আলী ইবনে যায়দ (রাহঃ)... আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রের রাসুলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তিনি ডানদিকের দুটির মধ্যবর্তী স্থানে সালাত আদায় করেছেন। কিন্তু খুঁটির ব্যাপারে যেরূপ বিস্তারিতভাবে মালিক (রাহঃ) তার বর্ণনায় উল্লেখ করেছেন তিনি সেরূপ উল্লেখ করেননি।

মুহাম্মাদ ইবনে আজিজ আয়লী (রাহঃ)... সালিম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, ইবনে ওমর (রাযিঃ) তাকে খবর দিয়েছেন এরপর তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন।

ইয়াজিদ ইবনে সিনান (রাহঃ)... ইবনে ওমর (রাযিঃ) থেকে অনুরূপ রিয়াওয়াত করেছেন। কিন্তু তিনি বলেছেনঃ আমাকে তিনি সুসংবাদ দিয়েছেন যে, তিনি যখন কা'বা ঘরে প্রবেশ করেছেন তখন তার সম্মুখ ভাগে তার ডান পাশের দুই খুঁটির মাঝখানে সালাত আদায় করেছেন।
2282 - فَمِنْ ذَلِكَ مَا حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا حَدَّثَهُ عَنْ نَافِعٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْكَعْبَةَ هُوَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ , وَبِلَالٌ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ الْحَجَبِيُّ وَأَغْلَقَهَا عَلَيْهِمْ , وَمَكَثَ فِيهَا. قَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: فَسَأَلْتُ بِلَالًا حِينَ خَرَجَ: مَاذَا صَنَعَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ: جَعَلَ عَمُودًا عَلَى يَسَارِهِ وَعَمُودَيْنِ عَلَى يَمِينِهِ , وَثَلَاثَةَ أَعْمِدَةٍ وَرَاءَهُ , وَكَانَ الْبَيْتُ يَوْمَئِذٍ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ , ثُمَّ صَلَّى , وَجَعَلَ بَيْنَهُ وَبَيْنَ الْجِدَارِ نَحْوًا مِنْ ثَلَاثَةِ أَذْرُعٍ "

2283 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ زَيْدٍ، قَالَ: ثنا مُوسَى بْنُ دَاوُدَ، قَالَ: ثنا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ , وَأَنَّهُ صَلَّى بَيْنَ الْعَمُودَيْنِ الْيَمَانِيَّيْنِ , إِلَّا أَنَّهُ لَمْ يَذْكُرْ كَيْفَ جَعَلَ الْعُمُدَ الَّتِي ذَكَرَهَا مَالِكٌ فِي حَدِيثِهِ

2284 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَزِيزٍ الْأَيْلِيُّ، قَالَ: ثنا سَلَامَةُ بْنُ رَوْحٍ، عَنْ عُقَيْلٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَالِمٌ، أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَخْبَرَهُ فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

2285 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، قَالَ: ثنا دُحَيْمُ بْنُ الْيَتِيمِ، قَالَ: ثنا عُمَرُ بْنُ عَبْدِ الْوَاحِدِ، عَنِ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ: أَخْبَرَنِي «أَنَّهُ صَلَّى عَلَى وَجْهِهِ حِينَ دَخَلَ بَيْنَ الْعَمُودَيْنِ عَنْ يَمِينِهِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)