শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২২৮৬
কা‘বার অভ্যন্তরে সালাত আদায় করা।
২২৮৬। ইয়াযিদ ইবনে সিনান (রাহঃ) ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের দিনে কাবা ঘরে প্রবেশ করেছেন এবং তার সহযাত্রী ছিলেন উসামা ইবনে যায়দ (রাযিঃ), তিনি উটকে কাবার ছায়াতে বসালেন। ইবনে উমর (রাযিঃ) বলেন, আমি লােকদের আগে চলে গেলাম। আর রাসূলুল্লাহ বিলাল-(রাযিঃ) ও উসামা (রাযিঃ) কা'বা ঘরে প্রবেশ করেন। আমি দরজার পিছন থেকে বিলাল (রাযিঃ) কে বললাম যে, রাসূলুল্লাহ (ﷺ) কোথায় সালাত আদায় করেছেন? তিনি বললেনঃ তােমার সম্মুখে দুই খুঁটির মধ্যবর্তী স্থানে তিনি সালাত পড়েছেন।
2286 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، قَالَ: ثنا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ يَوْمَ فَتْحِ مَكَّةَ , وَرَدِيفُهُ أُسَامَةُ بْنُ زَيْدٍ , فَأَنَاخَ فِي ظِلِّ الْكَعْبَةِ. قَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: فَسَبَقْتُ النَّاسَ وَقَدْ دَخَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِلَالٌ وَأُسَامَةُ فِي الْبَيْتِ , فَقُلْتُ لِبِلَالٍ مِنْ وَرَاءِ الْبَابِ: أَيْنَ صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «صَلَّى بِحِيَالِكَ بَيْنَ السَّارِيَتَيْنِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান