শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২২৫৬
এক কাপড়ে সালাত আদায় করা
২২৫৬। আবু বাকরা (রাহঃ) ..... সাহল ইবন সা'দ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, অনেক মুসলমান তাদের নিজেদের কাপড়গুলে নিজ নিজ কাঁধে বেঁধে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে সালাতে হাজির হতো, তাদের উপর একটি কাপড় ব্যতীত অন্য কোন কাপড় থাকত না ।
2256 - مِنْهَا مَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا مُسَدَّدٌ , قَالَ: ثنا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ , قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ عَنْ أَبِي حَازِمٍ , عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ «أَنَّ رِجَالًا مِنَ الْمُسْلِمِينَ كَانُوا يَشْهَدُونَ الصَّلَاةَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , عَاقِدِي ثِيَابِهِمْ فِي رِقَابِهِمْ , مَا عَلَى أَحَدِهِمْ إِلَّا ثَوْبٌ وَاحِدٌ»
