শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২২৫৫
এক কাপড়ে সালাত আদায় করা
২২৫৫। ঈসা ইবন ইবরাহীম আল গাফেকী (রাহঃ) ….. বুরাইদা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে এটি বর্ণনা করেছেন।
বস্তুত এটি পূর্বোক্ত হাদীসের অনুরূপ। আমাদের মতে উক্ত বিধান তখনই প্রযোজ্য হবে যখন পাজামা ব্যতীত অন্য কাপড় থাকে। পক্ষান্তরে যদি অন্য কাপড় না থাকে তাহলে এতে সালাত পড়ায় দোষ নেই, যেমনিভাবে ছোট কাপড়কে লুঙ্গি রূপে ব্যবহার করে সালাত পড়ায় দোষ নেই ।
বস্তুত এটি-ই হচ্ছে এ অধ্যায়ে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত এ সমস্ত হাদীসের সঠিক মর্ম।
এ বিষয়ে সাহাবীগণ থেকে অনেক হাদীস বর্ণিত আছে তার মধ্যে উল্লেখ্যঃ
বস্তুত এটি পূর্বোক্ত হাদীসের অনুরূপ। আমাদের মতে উক্ত বিধান তখনই প্রযোজ্য হবে যখন পাজামা ব্যতীত অন্য কাপড় থাকে। পক্ষান্তরে যদি অন্য কাপড় না থাকে তাহলে এতে সালাত পড়ায় দোষ নেই, যেমনিভাবে ছোট কাপড়কে লুঙ্গি রূপে ব্যবহার করে সালাত পড়ায় দোষ নেই ।
বস্তুত এটি-ই হচ্ছে এ অধ্যায়ে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত এ সমস্ত হাদীসের সঠিক মর্ম।
এ বিষয়ে সাহাবীগণ থেকে অনেক হাদীস বর্ণিত আছে তার মধ্যে উল্লেখ্যঃ
2255 - حَدَّثَنَا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ الْغَافِقِيُّ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ أَبِي الْمُنِيبِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ فَهَذَا مِثْلُ ذَلِكَ , وَهَذَا عِنْدَنَا عَلَى الْوُجُودِ مَعَهُ لِغَيْرِهِ , فَإِنْ كَانَ لَا يَجِدُ غَيْرَهُ , فَلَا بَأْسَ بِالصَّلَاةِ فِيهِ , كَمَا لَا بَأْسَ فِي الثَّوْبِ الصَّغِيرِ مُتَّزِرًا بِهِ. فَهَذَا تَصْحِيحُ مَعَانِي هَذِهِ الْآثَارِ الْمَرْوِيَّةِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فِي هَذَا الْبَابِ. وَقَدْ رُوِيَتْ عَنْ أَصْحَابِهِ فِي ذَلِكَ آثَارٌ
