শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২২৫৪
এক কাপড়ে সালাত আদায় করা
২২৫৪। ইবন মুনকিয (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ তোমাদের কেউ যখন এক কাপড়ে সালাত আদায় করবে সে যেন তার উভয় কাঁধের উপর এর কিছু অংশ রাখে।
রাসূলুল্লাহ্ (ﷺ) আবুয্ যিনাদ কর্তৃক বর্ণিত হাদীসে এক কাপড়কে লুঙ্গিরূপে ব্যবহার করে সালাত আদায় থেকে নিষেধ করেছেন। তাঁর থেকে এটিও বর্ণিত আছে যে, তিনি শুধু পাজামা পরিধান করে সালাত পড়াকে নিষেধ করেছেন, যার উপর অন্য কোন কাপড় না থাকে।
রাসূলুল্লাহ্ (ﷺ) আবুয্ যিনাদ কর্তৃক বর্ণিত হাদীসে এক কাপড়কে লুঙ্গিরূপে ব্যবহার করে সালাত আদায় থেকে নিষেধ করেছেন। তাঁর থেকে এটিও বর্ণিত আছে যে, তিনি শুধু পাজামা পরিধান করে সালাত পড়াকে নিষেধ করেছেন, যার উপর অন্য কোন কাপড় না থাকে।
2254 - حَدَّثَنَا ابْنُ مُنْقِذٍ، قَالَ: حَدَّثَنِي إِدْرِيسُ بْنُ يَحْيَى، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَيَّاشٍ، عَنِ ابْنِ حَرِيزٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فِي ثَوْبٍ وَاحِدٍ , فَلْيُجْعَلْ عَلَى عَاتِقَيْهِ مِنْهُ شَيْءٌ» فَنَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فِي حَدِيثِ أَبِي الزِّنَادِ , عَنِ الصَّلَاةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ مُتَّزِرًا بِهِ. وَقَدْ جَاءَ عَنْهُ أَيْضًا أَنَّهُ نَهَى أَنْ يُصَلِّيَ الرَّجُلُ فِي السَّرَاوِيلِ وَحْدَهُ , لَيْسَ عَلَيْهِ غَيْرُهُ
