শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২২৫৭
এক কাপড়ে সালাত আদায় করা
২২৫৭। ইবনে আবু দাউদ (রাযিঃ)... আবু আমির সুলাইম আনসারী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তাঁর সাথে অধিকাংশ লোক এক কাপড়ে সালাত আদায় করছে, যাকে চাদর বলা হয় এটি ব্যতীত অন্য কোন কাপড় তাদের পরনে থাকত না।
2257 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا خَطَّابُ بْنُ عُثْمَانَ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ حِمْيَرٍ، قَالَ: ثنا ثَابِتُ بْنُ الْعَجْلَانِ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ سُلَيْمُ الْأَنْصَارِيُّ «أَنَّهُ صَلَّى مَعَ أَبِي بَكْرٍ فِي خِلَافَتِهِ , سَبْعَةَ أَشْهُرٍ , فَرَأَى أَكْثَرَ مَنْ يُصَلِّي مَعَهُ مِنَ الرِّجَالِ فِي ثَوْبٍ وَاحِدٍ يُدْعَى بُرْدًا , لَيْسَ عَلَيْهِمْ غَيْرُهُ»
