শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২২২৯
এক কাপড়ে সালাত আদায় করা
২২২৯। ইবন আবু দাউদ (রাহঃ) ….. তালক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলেন। তখন তাঁকে জনৈক ব্যক্তি এক কাপড়ে সালাত আদায়কারী ব্যক্তির ব্যাপারে প্রশ্ন করল। তিনি তাকে কিছু বললেন না। যখন সালাত কায়িম হতে লাগল তখন রাসূলুল্লাহ (ﷺ) নিজের উভয় কাপড় একত্রিত করলেন এবং এতে সালাত আদায় করলেন।
2229 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو سَلَمَةَ مُوسَى بْنُ إِسْمَاعِيلَ , قَالَ: ثنا أَبَانُ بْنُ يَزِيدَ، قَالَ: ثنا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ: «أَنَّهُ شَهِدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَأَلَهُ رَجُلٌ , عَنِ الرَّجُلِ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ , فَلَمْ يَقُلْ لَهُ شَيْئًا , فَلَمَّا أُقِيمَتِ الصَّلَاةُ قَارَنَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ ثَوْبَيْهِ , فَصَلَّى فِيهِمَا»
