শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২২৩০
এক কাপড়ে সালাত আদায় করা
২২৩০। রবীউল মুয়াযযিন (রাহঃ) ..... কা'কা ইবন হাকীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা জাবির (রাযিঃ) এর নিকট গেলাম (দেখলাম) তিনি এক কাপড়ে সালাত আদায় করছেন, অথচ তাঁর জামা এবং চাদর আলনায় লটকানো। তিনি সালাত শেষে আল্লাহর কসম করে বললেন, আমি এমনটি শুধুমাত্র তোমাদের জন্য করেছি। রাসূলুল্লাহ (ﷺ)-কে এক কাপড়ে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলেছেন, হ্যাঁ আদায় করা যাবে। এবং তোমাদের দু'টি কাপড় কখন হবে?
2230 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، قَالَ: دَخَلْنَا عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللهِ وَهُوَ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ , وَقَمِيصُهُ وَرِدَاؤُهُ فِي الْمِشْجَبِ , فَلَمَّا انْصَرَفَ قَالَ: أَمَا وَاللهِ مَا صَنَعْتُ هَذَا إِلَّا مِنْ أَجْلِكُمْ , إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ الصَّلَاةِ فِي ثَوْبٍ وَاحِدٍ , فَقَالَ: «نَعَمْ , وَمَتَى يَكُونُ لِأَحَدِكُمْ ثَوْبَانِ؟»
tahqiqতাহকীক:তাহকীক চলমান