২২২২-২২২৮। মুহাম্মাদ ইবন আমর ইবন ইউনুস (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল! এক কাপড়ে সালাত আদায় করা যায় ? তিনি বললেন, তোমরা কি সকলে দু’কাপড়ের সামর্থ্য রাখ?
আবু বাকরা (রাহঃ) এবং আলী ইবন মা'বাদ (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
আবু বাকরা (রাহঃ) ….. আবু সালামা ইবন আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আবু হুরায়রা (রাযিঃ) বলেছেনঃ আমি কসম খেয়ে বলছি, আমি অবশ্যই আমার কাপড় আলনায় রেখে এক কাপড়ে সালাত আদায় করব।
ইউনুস (রাহঃ) .... ইবন শিহাব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ বর্ণনা করেছেন; কিন্তু তিনি আবু হুরায়রা (রাযিঃ)-এর উক্তির উল্লেখ করেননি।
হুসাইন ইবন নসর (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
হুসাইন ইবন নসর (রাহঃ) ..... তালক (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।