শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২২২১
এক কাপড়ে সালাত আদায় করা
২২২১। মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) …… ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি নাফি' (রাহঃ)-কে দু'টি কাপড় পরিয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি দাঁড়িয়ে এক কাপড়ে সালাত আদায় করেন। এতে ইবন উমর (রাযিঃ) তাঁর উপর বিরক্ত হলেন এবং বললেন, এরূপ কাজ থেকে বিরত থাকা বাঞ্ছনীয়। যেহেতু আল্লাহ তা'আলার জন্য সাজসজ্জা করা অধিক উপযোগী।
এ বিষয়ে অপরাপর আলিমগণ বিরোধিতা করে বলেছেনঃ এক কাপড়ে সালাত আদায় করাতে কোনরূপ অসুবিধা নেই । এ বিষয়ে তাঁরা দলীল হিসেবে নিম্নোক্ত হাদীস পেশ করেনঃ
2221 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ بُكَيْرٍ، قَالَ: ثنا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّهُ كَسَا نَافِعًا ثَوْبَيْنِ , فَقَامَ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ فَعَابَ ذَلِكَ عَلَيْهِ وَقَالَ: «احْذَرْ ذَلِكَ فَإِنَّ اللهَ أَحَقُّ أَنْ يُتَجَمَّلَ لَهُ» وَخَالَفَ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: لَا بَأْسَ بِالصَّلَاةِ فِي ثَوْبٍ وَاحِدٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২২২১ | মুসলিম বাংলা