শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২২২০
এক কাপড়ে সালাত আদায় করা
২২২০। ইবন আবু দাউদ (রাহঃ) ..... সালিম ইবন আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) বলেছেনঃ উমর ইবন খাত্তাব এক ব্যক্তিকে শরীরে এক কাপড় পেঁচিয়ে সালাত আদায় করতে দেখলেন। সে সালাম ফিরালে উমর (রাযিঃ) তাকে বললেনঃ তোমাদের কেউ যেন এক কাপড় পেঁচিয়ে সালাত আদায় না করে এবং ইয়াহুদীদের সাথে সাদৃশ্য গ্রহণ না করে। তোমাদের কারো যদি শুধু মাত্র একটি কাপড় থাকে তাহলে সে যেন এটিকে লুঙ্গি হিসাবে ব্যবহার করে।
বস্তুত এই রাবী সালিম (রাহঃ) নাফি' (রাহঃ) অপেক্ষা অধিক নির্ভরযোগ্য ও স্মৃতিশক্তির অধিকারী। তিনি এ হাদীসটিকে ইবন উমর (রাযিঃ) সূত্রে উমর (রাযিঃ) থেকে মাউকুফ হিসাবে রিওয়ায়াত করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) থেকে মারফূ হিসাবে নয়। অতএব এ হাদীসটি উমর (রাযিঃ) থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত হয়নি। আর এ হাদীসটিই ইমাম মালিক (রাহঃ) তাঁর উক্তিরূপে বর্ণনা করেছেন। এতে কিন্তু তিনি রাসূলুল্লাহ (ﷺ) অথবা উমর (রাযিঃ)-এর উল্লেখ করেননি।
2220 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللهِ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: " رَأَى عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ رَجُلًا يُصَلِّي , مُلْتَحِفًا , فَقَالَ لَهُ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ حِينَ سَلَّمَ: «لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ مُلْتَحِفًا , وَلَا تَشَبَّهُوا بِالْيَهُودِ , فَإِنْ لَمْ يَكُنْ لِأَحَدِكُمْ إِلَّا ثَوْبٌ وَاحِدٌ , فَلْيَتَّزِرْ بِهِ» فَهَذَا سَالِمٌ , وَهُوَ أَثْبَتُ مِنْ نَافِعٍ وَأَحْفَظُ , إِنَّمَا رَوَى ذَلِكَ عَنِ ابْنِ عُمَرَ , عَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ لَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَارَ هَذَا الْحَدِيثُ عَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ , لَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَرَوَاهُ مَالِكٌ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا مِنْ قَوْلِهِ , وَلَمْ يَذْكُرْ فِيهِ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَلَا عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২২২০ | মুসলিম বাংলা