শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২২১৯
এক কাপড়ে সালাত আদায় করা
২২১৯। ইবন আবু দাউদ (রাহঃ) ….. ইবন উমর (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ তোমাদের কেউ যখন সালাত আদায় করবে সে যেন (দু'কাপড়ের) একটিকে লুঙ্গি, অপরটিকে চাদর হিসাবে ব্যবহার করে।
বস্তুত এই মুসা ইবন উব্বা (রাহঃ) নাফি' (রাহঃ)-এর বিশিষ্ট এবং প্রথম যুগের শিষ্যদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি নাফি' (রাহঃ) থেকে আর নাফি' (রাহঃ) ইবন উমর (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন এবং তিনি, (এতে কোনরূপ) সন্দেহ করেননি। আর এ বিষয়ে তাওবা আম্বরী (রাহঃ) উক্ত মতের অনুকূলে মত ব্যক্ত করেছেন।
তাদেরকে বলা হবেঃ ইবন উমর (রাযিঃ) থেকে নাফি (রাহঃ) ব্যতীত অন্যরাও এ রিওয়ায়াত করেছেন। আর তারা এটিকে ইবন উমর (রাযিঃ) সূত্রে উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) থেকে নয়।
বস্তুত এই মুসা ইবন উব্বা (রাহঃ) নাফি' (রাহঃ)-এর বিশিষ্ট এবং প্রথম যুগের শিষ্যদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি নাফি' (রাহঃ) থেকে আর নাফি' (রাহঃ) ইবন উমর (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন এবং তিনি, (এতে কোনরূপ) সন্দেহ করেননি। আর এ বিষয়ে তাওবা আম্বরী (রাহঃ) উক্ত মতের অনুকূলে মত ব্যক্ত করেছেন।
তাদেরকে বলা হবেঃ ইবন উমর (রাযিঃ) থেকে নাফি (রাহঃ) ব্যতীত অন্যরাও এ রিওয়ায়াত করেছেন। আর তারা এটিকে ইবন উমর (রাযিঃ) সূত্রে উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) থেকে নয়।
2219 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا عُبَيْدِ اللهِ بْنُ مُعَاذٍ , قَالَ: ثنا أُبَيٌّ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ تَوْبَةَ الْعَنْبَرِيِّ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَتَّزِرْ وَلْيَرْتَدِ» قَالَ: فَهَذَا مُوسَى بْنُ عُقْبَةَ , وَهُوَ مِنْ جُلَّةِ أَصْحَابِ نَافِعٍ وَقُدَمَائِهِمْ , فَذَكَرَ ذَلِكَ عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَلَمْ يَشُكَّ وَوَافَقَهُ عَلَى ذَلِكَ , تَوْبَةُ الْعَنْبَرِيُّ. قِيلَ لَهُمْ: فَقَدْ رَوَى عَنِ ابْنِ عُمَرَ غَيْرُ نَافِعٍ , فَذَكَرَهُ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا لَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
