শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২২১১
ফজরের জামাআত আরম্ভ হওয়ার পর মসজিদে প্রবেশকারী সুন্নত আদায় করতে পারবে কি না?
২২১১। আবু বাকরা (রাহঃ) …… হাসান (বসরী র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলতেন, তুমি যদি ফজরের দু'রাক'আত (সুন্নত) না পড়ে মসজিদে প্রবেশ কর তাহলে সে দু'রাক'আত আদায় করে নাও। যদিও ইমাম সালাতে রত থাকেন না কেন। তারপর ইমামের সাথে (জামা'আতে) শামিল হও।
2211 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا حَجَّاجُ بْنُ الْمِنْهَالِ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ الْحَسَنِ، أَنَّهُ كَانَ يَقُولُ: «إِذَا دَخَلْتَ الْمَسْجِدَ وَلَمْ تُصَلِّ رَكْعَتَيِ الْفَجْرِ , فَصَلِّهِمَا وَإِنْ كَانَ الْإِمَامُ يُصَلِّي , ثُمَّ ادْخُلْ مَعَ الْإِمَامِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান