শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২২০৯
আন্তর্জাতিক নং: ২২১০
ফজরের জামাআত আরম্ভ হওয়ার পর মসজিদে প্রবেশকারী সুন্নত আদায় করতে পারবে কি না?
২২০৯-২২১০। আবু বাকরা (রাহঃ) …… শা'বী (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মাসরুক (রাহঃ) ফজরের দু'রাক'আত (সুন্নত) না পড়ে লোকদের কাছে আসতেন যে অবস্থায় লোকেরা সালাত (জামা'আতে) আদায় করছে। এরপর দু'রাক'আত (সুন্নত) মসজিদে আদায় করতেন। তারপর তিনি লোকদের সাথে তাদের সালাতে (জামা'আতে) অংশ গ্রহণ করতেন।

আবু বিশর আররকী (রাহঃ) …… মাসরূক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ করেছেন। তবে এই রিওয়ায়াতে তিনি "মসজিদের এক পার্শ্বে" বাক্যটি বলেছেন।
2209 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا سَعِيدٌ، عَنْ حُصَيْنٍ، قَالَ: سَمِعْتُ الشَّعْبِيَّ، يَقُولُ: «كَانَ مَسْرُوقٌ يَجِيءُ إِلَى الْقَوْمِ , وَهُمْ فِي الصَّلَاةِ , وَلَمْ يَكُنْ رَكَعَ رَكْعَتَيِ الْفَجْرِ , فَيُصَلِّي الرَّكْعَتَيْنِ فِي الْمَسْجِدِ , ثُمَّ يَدْخُلُ مَعَ الْقَوْمِ فِي صَلَاتِهِمْ»

2210 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ، قَالَ: ثنا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، أَنَّهُ فَعَلَ ذَلِكَ , غَيْرَ أَنَّهُ قَالَ: «فِي نَاحِيَةِ الْمَسْجِدِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান