শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২২০১
 নামাযের অধ্যায়
ফজরের জামাআত আরম্ভ হওয়ার পর মসজিদে প্রবেশকারী সুন্নত আদায় করতে পারবে কি না?
২২০১। আবু বাকরা (রাহঃ) ..... আবু উসমান আল-আনসারী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) ফজরের দু'রাক'আত (সুন্নত) সালাত আদায় না করে মসজিদে এসেছিলেন। আর ইমাম তখন ফজরের সালাতে রত।
তারপর আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) ইমামের পিছনে দু'রাক'আত সুন্নত আদায় করে লোকদের সাথে জামা'আতে শামিল হলেন। ইবন উমর (রাযিঃ) থেকেও অনুরূপও বর্ণিত আছেঃ
তারপর আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) ইমামের পিছনে দু'রাক'আত সুন্নত আদায় করে লোকদের সাথে জামা'আতে শামিল হলেন। ইবন উমর (রাযিঃ) থেকেও অনুরূপও বর্ণিত আছেঃ
كتاب الصلاة
2201 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو عُمَرَ الضَّرِيرُ، قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، قَالَ: أنا مُطَرِّفُ بْنُ طَرِيفٍ، عَنْ أَبِي عُثْمَانَ الْأَنْصَارِيِّ، قَالَ: «جَاءَ عَبْدُ اللهِ بْنُ عَبَّاسٍ وَالْإِمَامُ فِي صَلَاةِ الْغَدَاةِ , وَلَمْ يَكُنْ صَلَّى الرَّكْعَتَيْنِ فَصَلَّى عَبْدُ اللهِ بْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا الرَّكْعَتَيْنِ خَلْفَ الْإِمَامِ , ثُمَّ دَخَلَ مَعَهُمْ» وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ مِثْلُ ذَلِكَ