শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২১৯৮
আন্তর্জাতিক নং: ২১৯৯
ফজরের জামাআত আরম্ভ হওয়ার পর মসজিদে প্রবেশকারী সুন্নত আদায় করতে পারবে কি না?
২১৯৮-২১৯৯। সুলায়মান ইবন শু'আইব (রাহঃ) ….. আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, সাঈদ ইবন আস (রাযিঃ) যখন আবু মুসা (রাযিঃ), হুযায়ফা (রাযিঃ) ও আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ)-কে ফজরের সালাতের পূর্বে ডেকে ছিলেন। তাঁরা যখন সাঈদ ইবন আ'স (রাযিঃ)-এর নিকট থেকে বের হলেন তখন সালাতের ইকামত হয়ে গেছে। তখন আব্দুল্লাহ (রাযিঃ) মসজিদের একটি স্তম্ভের নিকট বসলেন। সেখানে তিনি দু'রাক'আত (সুন্নত) আদায় করলেন। তারপর জামাআতের সাথে সালাতে শরীক হলেন। আব্দুল্লাহ (রাযিঃ) এরূপ করা সত্ত্বেও হুযায়ফা (রাযিঃ) ও আবু মুসা (রাযিঃ) তাতে কোন প্রতিবাদ করেননি। এতে বুঝা গেল তাঁরা দুজনও উক্ত ব্যাপারে আব্দুল্লাহ (রাযিঃ) এর পক্ষে ছিলেন।
সুলায়মান (রাহঃ) …. আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে বর্ণনা করেন, তিনি একবার ইমামের সালাত আদায়কালে মসজিদে প্রবেশ করে দু'রাক'আত (ফজরের সুন্নত) আদায় করেছেন।
সুলায়মান (রাহঃ) …. আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে বর্ণনা করেন, তিনি একবার ইমামের সালাত আদায়কালে মসজিদে প্রবেশ করে দু'রাক'আত (ফজরের সুন্নত) আদায় করেছেন।
2198 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ، قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، حِينَ دَعَاهُمْ سَعِيدُ بْنُ الْعَاصِ، دَعَا أَبَا مُوسَى , وَحُذَيْفَةَ , وَعَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُمْ , قَبْلَ أَنْ يُصَلِّيَ الْغَدَاةَ , ثُمَّ خَرَجُوا مِنْ عِنْدِهِ وَقَدْ أُقِيمَتِ الصَّلَاةُ , فَجَلَسَ عَبْدُ اللهِ إِلَى أُسْطُوَانَةٍ مِنَ الْمَسْجِدِ , فَصَلَّى الرَّكْعَتَيْنِ , ثُمَّ دَخَلَ فِي الصَّلَاةِ " فَهَذَا عَبْدُ اللهِ قَدْ فَعَلَ هَذَا وَمَعَهُ حُذَيْفَةُ وَأَبُو مُوسَى لَا يُنْكِرَانِ ذَلِكَ عَلَيْهِ , فَدَلَّ ذَلِكَ عَلَى مُوَافَقَتِهِمَا إِيَّاهُ
2199 - حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ: ثنا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي مُوسَى، عَنْ عَبْدِ اللهِ «أَنَّهُ دَخَلَ الْمَسْجِدَ وَالْإِمَامُ فِي الصَّلَاةِ , فَصَلَّى رَكْعَتَيِ الْفَجْرِ»
2199 - حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ: ثنا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي مُوسَى، عَنْ عَبْدِ اللهِ «أَنَّهُ دَخَلَ الْمَسْجِدَ وَالْإِمَامُ فِي الصَّلَاةِ , فَصَلَّى رَكْعَتَيِ الْفَجْرِ»
