শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২১৮৬
ফজরের জামাআত আরম্ভ হওয়ার পর মসজিদে প্রবেশকারী সুন্নত আদায় করতে পারবে কি না?
২১৮৬। ফাহাদ (রাহঃ) …… আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ যখন সালাতের ইকামত হয়ে যায় তখন যে সালাতের ইকামত হয় তা ব্যতীত (অন্য) সালাত নেই ।
হতে পারে রাসূলুল্লাহ (ﷺ) একই স্থানে সুন্নত আদায় করে সেখানে ফরয (সালাত) আদায় করতে নিষেধ করেছেন। কারণ এতে সালাত আদায়কারী ফরযকে নফলের সাথে মিলিয়ে ফেলার দরুন নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে । অন্যথায় মসজিদের শেষ প্রান্তের দিকে কাতার থেকে দূরে সরে সুন্নত পড়ে স্থানান্তরিত হয়ে জামাআতের কাতারে শামিল হয়ে ফরয আদায় করার ব্যাপারে কোন নিষেধাজ্ঞা নেই। প্রথম দলের উক্তির সমর্থনে আরো প্রমাণ হলোঃ
হতে পারে রাসূলুল্লাহ (ﷺ) একই স্থানে সুন্নত আদায় করে সেখানে ফরয (সালাত) আদায় করতে নিষেধ করেছেন। কারণ এতে সালাত আদায়কারী ফরযকে নফলের সাথে মিলিয়ে ফেলার দরুন নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে । অন্যথায় মসজিদের শেষ প্রান্তের দিকে কাতার থেকে দূরে সরে সুন্নত পড়ে স্থানান্তরিত হয়ে জামাআতের কাতারে শামিল হয়ে ফরয আদায় করার ব্যাপারে কোন নিষেধাজ্ঞা নেই। প্রথম দলের উক্তির সমর্থনে আরো প্রমাণ হলোঃ
2186 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ الْقِتْبَانِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ , فَلَا صَلَاةَ إِلَّا الَّتِي أُقِيمَتْ لَهَا» فَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ أَرَادَ بِهَذَا النَّهْيَ عَنْ أَنْ يُصَلِّيَ غَيْرَهَا فِي مَوْطِنِهَا الَّذِي يُصَلِّي فِيهِ , فَيَكُونُ مُصَلِّيهَا قَدْ وَصَلَهَا بِتَطَوُّعٍ , فَيَكُونُ النَّهْيُ مِنْ أَجْلِ ذَلِكَ , لَا مِنْ أَجْلِ أَنْ يُصَلِّيَ فِي آخِرِ الْمَسْجِدِ , ثُمَّ يَتَنَحَّى الَّذِي يُصَلِّيهَا مِنْ ذَلِكَ الْمَكَانِ , فَيُخَالِطُ الصُّفُوفَ , وَيَدْخُلُ فِي الْفَرِيضَةِ. وَكَانَ مِمَّا احْتَجَّ بِهِ أَهْلُ الْمَقَالَةِ الْأُولَى لِقَوْلِهِمْ أَيْضًا
