শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৮৫
নামাযের অধ্যায়
মুফাসসালে (সূরা আন-নাজম-৫৩, ইনশিকাক-৮৪ ও আলাক-৯৬,) সিজদা আছে কি না?
২০৮৫। ইবন মারযূক (রাহঃ) ….. আবু আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার সালমান (রাযিঃ) এক সম্প্রদায়ের নিকট দিয়ে অতিক্রম করছিলেন যারা সিজদার আয়াত তিলাওয়াত করেছিলো। সালমান (রাযিঃ)-কে বলা হলো, আপনি সিজদা করবেন না ? উত্তরে তিনি বললেন, আমরা সিজদার নিয়ত করিনি।
كتاب الصلاة
2085 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: مَرَّ سَلْمَانُ بِقَوْمٍ قَدْ قَرَءُوا بِالسَّجْدَةِ , فَقِيلَ: أَلَا تَسْجُدُ؟ فَقَالَ: «إِنَّا لَمْ نَقْصِدْ لَهَا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান