শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৮৩
আন্তর্জাতিক নং: ২০৮৪
মুফাসসালে (সূরা আন-নাজম-৫৩, ইনশিকাক-৮৪ ও আলাক-৯৬,) সিজদা আছে কি না?
২০৮৩-২০৮৪। ইউনুস (রাহঃ) এবং মুহাম্মাদ ইবন আমর (রাযিঃ) ..... উরওয়া (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, একবার উমর ইবন খাত্তাব (রাযিঃ) জুমু'আর দিন মিম্বরের উপর সিজদার আয়াত তিলাওয়াত করলেন। তারপর তিনি নীচে অবতরণ করে সিজদা করলেন, লোকজনও তাঁর সাথে সিজদা করল। তারপর পরবর্তী জুমু'আতে তিনি সেই আয়াতটিই তিলাওয়াত করলেন। ফলে লোকজন সিজদা করার জন্য প্রস্তুত হলো। তখন উমর (রাযিঃ) বললেন, থাম, তোমরা আপন অবস্থায় থাক। আমরা ইচ্ছা না করলে আল্লাহ্ তা'আলা আমাদের উপর সিজদা ফরয করেননি। পরে তিনি সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা করলেন না। বরং লোকদেরকে সিজদা করতে বারণ করলেন।
2083 -مَا حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا حَدَّثَهُ. ح

2084 - وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ , عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ , عَنْ أَبِيهِ: أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ قَرَأَ السَّجْدَةَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ , فَنَزَلَ فَسَجَدَ , وَسَجَدُوا مَعَهُ , ثُمَّ قَرَأَهَا يَوْمَ الْجُمُعَةِ الْأُخْرَى , فَتَهَيَّئُوا لِلسُّجُودِ , فَقَالَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ: «عَلَى رِسْلِكُمْ إِنَّ اللهَ لَمْ يَكْتُبْهَا عَلَيْنَا إِلَّا أَنْ نَشَاءَ , فَقَرَأَهَا وَلَمْ يَسْجُدْ , وَمَنَعَهُمْ أَنْ يَسْجُدُوا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান