শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৬৯
তারাবীহ (কিয়ামে রামাযান) ঘরে পড়া উত্তম না ইমামের সাথে ?
২০৬৯। ইবন মারযূক (রাহঃ) ...... আশআস ইবন সুলাইম (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ইবন যুবাইর (রাযিঃ)-এর আমলে আমি (একবার) রামাযান মাসে মক্কায় এলাম। (দেখলাম) ইমাম লোকজন নিয়ে মসজিদে সালাত আদায় করছেন; আরেক দল মসজিদে আলাদা সালাত আদায় করছে।
অতএব সাহাবী-তাবিঈগণ থেকে যেসব রিওয়ায়াত পেশ করলাম এগুলো সব প্রমাণ করে রামাযান মাসে ইমামের সাথে সালাত আদায় (তারাবীহ) অপেক্ষা একাকী আদায় করাই উত্তম মনে করতেন। আর এটাই সঠিক।
2069 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنِ الْأَشْعَثِ بْنِ سُلَيْمٍ، قَالَ: «أَتَيْتُ مَكَّةَ , وَذَلِكَ فِي رَمَضَانَ , فِي زَمَنِ ابْنِ الزُّبَيْرِ , فَكَانَ الْإِمَامُ يُصَلِّي بِالنَّاسِ فِي الْمَسْجِدِ , وَقَوْمٌ يُصَلُّونَ عَلَى حِدَةٍ فِي الْمَسْجِدِ» فَهَؤُلَاءِ الَّذِينَ رَوَيْنَا عَنْهُمْ مَا رَوَيْنَا مِنْ هَذِهِ الْآثَارِ , كُلُّهُمْ يُفَضِّلُ صَلَاتَهُ وَحْدَهُ فِي شَهْرِ رَمَضَانَ , عَلَى صَلَاتِهِ مَعَ الْإِمَامِ , وَذَلِكَ هُوَ الصَّوَابُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান