শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২০৬৮
তারাবীহ (কিয়ামে রামাযান) ঘরে পড়া উত্তম না ইমামের সাথে ?
২০৬৮। ইউনুস (রাহঃ) …… উবায়দুল্লাহ ইবন উমর (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, কাসিম (রাহঃ), সালিম (রাহঃ) ও নাফি' (রাহঃ)-কে আমি দেখেছি রামাযানে মসজিদে থেকে প্রত্যাবর্তন করছেন, লোকজনের সাথে (তারাবীহতে) দাঁড়াচ্ছেন না।
2068 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: ثنا أَنَسٌ , عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ , قَالَ: «رَأَيْتُ الْقَاسِمَ , وَسَالِمًا , وَنَافِعًا يَنْصَرِفُونَ مِنَ الْمَسْجِدِ فِي رَمَضَانَ , وَلَا يَقُومُونَ مَعَ النَّاسِ»
