শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২০৫১
এক রাক’আতে একাধিক সূরা পড়া
২০৫১। সুলায়মান ইবন শু'আইব (রাহঃ) ..... ইবন সীরীন (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, তামীম দারী (রাযিঃ) পূরো রাত জাগরণ করতেন। এক রাক'আতে পুরো কুরআন শরীফ তিলাওয়াত করতেন।
2051 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ، قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ: «كَانَ تَمِيمٌ الدَّارِيُّ يُحْيِي اللَّيْلَ كُلَّهُ بِالْقُرْآنِ كُلِّهِ , فِي رَكْعَةٍ»
