শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২০৫২
এক রাক’আতে একাধিক সূরা পড়া
২০৫২। আবু বাকরা (রাহঃ) ...... মাসরূক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মক্কাবাসী এক ব্যক্তি আমাকে বলল, এটা হলো তোমার ভাই তামীম দারী (রাযিঃ)-এর দাঁড়ানোর স্থান। আমি তাঁকে দেখেছি একরাতে সকাল পর্যন্ত অথবা প্রায় সকাল পর্যন্ত দাঁড়িয়ে একটি আয়াত তিলাওয়াত করছেন। সেই আয়াত পড়েই রুকূ করছেন, সিজদা করছেন, কান্নাকাটি করছেন। সে আয়াতটি হল أَمْ حَسِبَ الَّذِينَ اجْتَرَحُوا السَّيِّئَاتِ দুষ্কৃতিকারীরা কি মনে করে যে, আমি ....... (৪৫ঃ ২১)
2052 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ: سَمِعْتُ أَبَا الضُّحَى، يُحَدِّثُ عَنْ مَسْرُوقٍ، قَالَ: قَالَ لِي رَجُلٌ مِنْ أَهْلِ مَكَّةَ: " هَذَا مَقَامُ أَخِيكَ تَمِيمٍ الدَّارِيِّ , لَقَدْ رَأَيْتُهُ قَامَ لَيْلَةً حَتَّى أَصْبَحَ أَوْ كَادَ أَنْ يُصْبِحَ , يَقْرَأُ آيَةً , يَرْكَعُ بِهَا وَيَسْجُدُ , وَيَبْكِي {أَمْ حَسِبَ الَّذِينَ اجْتَرَحُوا السَّيِّئَاتِ} [الجاثية: 21] الْآيَةَ "
