শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২০৫০
এক রাক’আতে একাধিক সূরা পড়া
২০৫০। রাওহ ইবনুল ফারাজ (রাহঃ) ..... আব্দুর রহমান ইবন ইয়াযিদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমি আব্দুল্লাহ (রাযিঃ)-এর সাথে ইশা'র সালাত আদায় করেছি। তিনি সূরা 'আনফাল' দিয়ে শুরু করলেন। نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ (৮ঃ৪০) পর্যন্ত পৌঁছলেন তারপর রুকূ করলেন।
2050 - وَحَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ , قَالَ: ثنا عَمْرُو بْنُ خَالِدٍ , قَالَ: ثنا زُهَيْرٌ , عَنْ أَبِي إِسْحَاقَ , حَدَّثَهُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ , قَالَ: " صَلَّيْتُ مَعَ عَبْدِ اللهِ الْعِشَاءَ الْآخِرَةَ , فَافْتَتَحَ الْأَنْفَالَ حَتَّى انْتَهَى إِلَى: {نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ} [الأنفال: 40] ثُمَّ رَكَعَ "


বর্ণনাকারী: