শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৪৯
এক রাক’আতে একাধিক সূরা পড়া
২০৫৯। রাওহ ইব্‌নুল ফারাজ (রাহঃ)…… আমর ইব্‌ন মায়মুন (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি উমর ইব্‌নুল খাত্তাব (রাযিঃ) এর সাথে হজ্জ করেছি । তিনি মাগরিবের সালাতের পরবর্তী রাক’আতে সূরা ফীল ও কুরাইশ পড়েছেন ।
2049 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ: ثنا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ: «حَجَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُمَا فَقَرَأَ فِي الرَّكْعَةِ الْآخِرَةِ مِنَ الْمَغْرِبِ أَلَمْ تَرَ وَلِإِيلَافِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২০৪৯ | মুসলিম বাংলা