শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৪৮
এক রাক’আতে একাধিক সূরা পড়া
২০৪৮। সালিহ ইব্‌ন আব্দুর রহমান (রাহঃ) … … আব্দুর রহমান ইব্‌ন আবু লায়লা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার উমর (রাযিঃ) মক্কায় ফজরের সালাতে আমাদের ইমামতি করলেন । প্রথম রাক’আতে তিনি সূরা ইউসূফ তিলাওয়াত করতে করতে (وَابْيَضَّتْ عَيْنَاهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِيمٌ)১২ঃ৮৪) পৌছলেন, তারপর তিনি রুকূ করলেন ।
2048 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ، قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ: " صَلَّى بِنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ بِمَكَّةَ , الْفَجْرَ فَقَرَأَ فِي الرَّكْعَةِ الْأُولَى بِ سُورَةِ يُوسُفَ حَتَّى بَلَغَ {وَابْيَضَّتْ عَيْنَاهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِيمٌ} [يوسف: 84] ثُمَّ رَكَعَ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২০৪৮ | মুসলিম বাংলা