শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২০৪৬
আন্তর্জাতিক নং: ২০৪৭
এক রাক’আতে একাধিক সূরা পড়া
২০৪৬-২০৪৭। ইব্ন আবু দাউদ (রাহঃ)… ইব্ন উমর (রাযিঃ) এর বরাতে বর্ণনা করেন যে, তিনি এক রাক’আতে দুই তিন সূরা মিলিয়ে পড়তেন ।
ইব্ন আবু দাউদ (রাহঃ) ….. ইব্ন উমর (রাযিঃ) –এর বরাতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। রিওয়ায়াতে এতটুকু অতিরিক্ত আছে ঃ তিনি ফরযের দুই রাক’আতে দীর্ঘ সূরা ভাগ করে পড়তেন । উমর (রাযিঃ) প্রমুখ থেকেও এর সমর্থক হাদীস বর্ণিত আছে ।
ইব্ন আবু দাউদ (রাহঃ) ….. ইব্ন উমর (রাযিঃ) –এর বরাতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। রিওয়ায়াতে এতটুকু অতিরিক্ত আছে ঃ তিনি ফরযের দুই রাক’আতে দীর্ঘ সূরা ভাগ করে পড়তেন । উমর (রাযিঃ) প্রমুখ থেকেও এর সমর্থক হাদীস বর্ণিত আছে ।
2046 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا خَطَّابُ بْنُ عُثْمَانَ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ، وَمُوسَى بْنُ عُقْبَةَ , عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا «أَنَّهُ كَانَ يَقْرَأُ بِالسُّورَتَيْنِ وَالثَّلَاثِ فِي رَكْعَةٍ»
2047 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا خَطَّابُ بْنُ عُثْمَانَ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا , مِثْلَهُ وَزَادَ «وَكَانَ يَقْسِمُ السُّورَةَ الطَّوِيلَةَ فِي الرَّكْعَتَيْنِ مِنَ الْمَكْتُوبَةِ» وَقَدْ رُوِيَ فِي ذَلِكَ أَيْضًا عَنْ عُمَرَ وَغَيْرِهِ , مَا يَدُلُّ عَلَى هَذَا الْمَعْنَى
2047 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا خَطَّابُ بْنُ عُثْمَانَ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا , مِثْلَهُ وَزَادَ «وَكَانَ يَقْسِمُ السُّورَةَ الطَّوِيلَةَ فِي الرَّكْعَتَيْنِ مِنَ الْمَكْتُوبَةِ» وَقَدْ رُوِيَ فِي ذَلِكَ أَيْضًا عَنْ عُمَرَ وَغَيْرِهِ , مَا يَدُلُّ عَلَى هَذَا الْمَعْنَى
