শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২০৪৫
এক রাক’আতে একাধিক সূরা পড়া
২০৪৫। ইব্ন মারযুক (রাহঃ) …। নাফি (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলছেন, ইব্ন উমর (রাযিঃ) মাগরিবের সালাতের এক রাক’আতে দুই সূরা মিলিয়ে পড়তেন ।
2045 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو عَامِرٍ , قَالَ: ثنا دَاوُدُ بْنُ قَيْسٍ , عَنْ نَافِعٍ , قَالَ: «كَانَ ابْنُ عُمَرَ يَجْمَعُ بَيْنَ السُّورَتَيْنِ فِي الرَّكْعَةِ الْوَاحِدَةِ , مِنْ صَلَاةِ الْمَغْرِبِ»
