শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৪৫
নামাযের অধ্যায়
এক রাক’আতে একাধিক সূরা পড়া
২০৪৫। ইব্‌ন মারযুক (রাহঃ) …। নাফি (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলছেন, ইব্‌ন উমর (রাযিঃ) মাগরিবের সালাতের এক রাক’আতে দুই সূরা মিলিয়ে পড়তেন ।
كتاب الصلاة
2045 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو عَامِرٍ , قَالَ: ثنا دَاوُدُ بْنُ قَيْسٍ , عَنْ نَافِعٍ , قَالَ: «كَانَ ابْنُ عُمَرَ يَجْمَعُ بَيْنَ السُّورَتَيْنِ فِي الرَّكْعَةِ الْوَاحِدَةِ , مِنْ صَلَاةِ الْمَغْرِبِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান