শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৪৩
এক রাক’আতে একাধিক সূরা পড়া
২০৪৩। আব্দুল আযীয ইব্‌ন মুআবিয়া আল –আততাবী (রাহঃ) আবু যার (রা ) থেকে বর্ণনা করেন যে , রাসূলুল্লাহ্‌ (স) একটি আয়াত নিয়ে সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন (সারারাত সে আয়াতটি সালাতে তিলাওয়াত করলেন ) সে আয়াতটি হলঃ إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ

অর্থাৎঃ তুমি যদি তাদের আযাব দাও , তাহলে তারা তো তোমার বান্দা । আর যদি তাদের ক্ষমা করে দাও তবে তো তুমিও পরাক্রমশালী , প্রজ্ঞাবান (৫ঃ ১১৮)
2043 - حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُعَاوِيَةَ الْعَتَّابِيُّ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ قُدَامَةَ بْنِ عَبْدِ اللهِ، عَنْ جَسْرَةَ بِنْتِ دَجَاجَةَ، عَنْ أَبِي ذَرٍّ " أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ بِآيَةٍ حَتَّى أَصْبَحَ {إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ} [المائدة: 118] "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২০৪৩ | মুসলিম বাংলা