শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৪২
এক রাক’আতে একাধিক সূরা পড়া
২০৪২। আবু বাকরা (রাহঃ)… আবু যার (রাযিঃ) থেকে বর্ণ্না করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (স) আল্লাহর কিতাব কুরআনের একটি আয়াত তিলাওয়াত করতে আরম্ভ করলেন । তিনি এ আয়াত দিয়েও রুকূ করলেন এটা দিয়েই সিজদা করলেন আর এটা দিয়েই দু;আ করলেন।
2042 - وَقَدْ حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا مُؤَمَّلٌ , قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ حَيَّانَ , أَبُو خَالِدٍ الْأَحْمَرُ , عَنْ رَجُلٍ , هُوَ قُدَامَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , أَوِ ابْنُ عَبْدِ اللهِ , عَنْ جَسْرَةَ بِنْتِ دَجَاجَةَ , قَالَتْ: سَمِعْتُ أَبَا ذَرٍّ قَالَ: «جَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ آيَةً مِنْ كِتَابِ اللهِ , بِهَا يَرْكَعُ , وَبِهَا يَسْجُدُ , وَبِهَا يَدْعُو»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২০৪২ | মুসলিম বাংলা