শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৪০
আন্তর্জাতিক নং: ২০৪১
এক রাক’আতে একাধিক সূরা পড়া
২০৪০-২০৪১। ইব্‌ন মারযুক (রাহঃ) ……. আব্দুল্লাহ ইব্‌ন ইউনুস ইব্‌ন সাইব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে , তিনি বলেছেন , আমি রাসূলুল্লাহ্‌ (স) –এর নিকট মক্কা বিজয়ের দিন ফজরের সালাত উপস্থিত ছিলাম । তিনি সূরা আল-মুমিন শুরু করলেন । তিনি যখন (তিলাওয়াত করতে করতে ) মুসা ও ঈসা (আ)* অথবা মুসা ও হারূন (আ)-এর আলোচনায় পৌছলেন , তখন তার কাশি এল । ফলে তিনি রুকূ করলেন ।
যদি কোন প্রশ্নকারী প্রশ্ন করেন যে , এটাতো তিনি কাশির কারণে করেছেন । তাহলে তাকে বলা হবে যে, রাসূলুল্লাহ্‌ (স) থেকে এরূপ বর্ণিত আছে যে, তিনি ‘ফজরের দু’রাক’আত কিরা’আত’ অনুচ্ছেদে আলোচনা করেছি
2040 - حَدَّثَنَا بِذَلِكَ ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: أنا ابْنُ جُرَيْجٍ، ح.

2041 - وَحَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادِ بْنِ جَعْفَرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ السَّائِبِ، قَالَ: «حَضَرَتْ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ الْفَتْحِ صَلَاةُ الصُّبْحِ , فَافْتَتَحَ سُورَةَ الْمُؤْمِنِ , فَلَمَّا أَتَى عَلَى ذِكْرِ مُوسَى وعِيسَى , أَوْ مُوسَى وَهَارُونَ , صَلَّى الله عَلَيْهِمْ , أَخَذَتْهُ سَعْلَةٌ فَرَكَعَ» فَإِنْ قَالَ قَائِلٌ: إِنَّمَا فَعَلَ ذَلِكَ لِلسَّعْلَةِ الَّتِي عَرَضَتْ لَهُ. قِيلَ لَهُ: فَقَدْ رُوِيَ عَنْهُ أَنَّهُ كَانَ يَقْرَأُ فِي رَكْعَتَيِ الْفَجْرِ , بِآيَتَيْنِ مِنَ الْقُرْآنِ , قَدْ ذَكَرْنَا ذَلِكَ فِي بَابِ الْقِرَاءَةِ , فِي رَكْعَتَيِ الْفَجْرِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২০৪০ | মুসলিম বাংলা