শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৩২
এক রাক’আতে একাধিক সূরা পড়া
২০৩২। এ বিষয়ে তাঁরা নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ

ইব্‌ন মারযুক (রাহঃ) ……আব্দুল্লাহ ইব্‌ন শাকিক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন , আমি আয়িশা (রাযিঃ) –কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ্‌ (স) কি অনেক সূরা একত্রে মিলিয়ে পড়তেন ? তিনি বললেন হ্যাঁ মুফাস্‌সাল (সূরা গুলো ) পড়তেন ।
2032 - وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِمَا حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا عُثْمَانُ بْنُ عُمَرَ , قَالَ: أنا كَهْمَسُ بْنُ الْحَسَنِ , عَنْ عَبْدِ اللهِ بْنِ شَقِيقٍ , قَالَ: قُلْتُ لِعَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا: أَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقْرِنُ السُّوَرَ؟ قَالَتْ: «الْمُفَصَّلَ»
ত্বহাবী শরীফ - হাদীস নং ২০৩২ | মুসলিম বাংলা